ৰাজনীতি

কাঠিগড়ায় এই মুহূর্তে জনসমর্থন আদায়ের নিরীখে কংগ্রেসের টিকিট প্রত্যাশী সন্দীপ দাস এগিয়ে আছেন – জনমত

নির্বাচনি জনসংযোগ

নিজস্ব প্রতিনিধি কালাইন 28 শেষ নভেম্বর — বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজতেই কাঠিগড়া বিধানসভা সমষ্টিতে রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। বিজেপি, কংগ্রেস, সম্প্রতি তৃণমূল দলের টিকিট প্রত্যাশী ও মাঠে নেমেছেন। বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে স্থানীয় ও বহিরাগত নিয়ে ক্রমশঃ উথাল হচ্ছে উর্বর মাটির এই বিধানসভার ময়দান। প্রথম থেকেই এই স্থানীয় ও বহিরাগত নিয়ে বিতর্ক একমাত্র বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, ক্রমশঃ এই দুই শব্দের মহামারী রূপ কংগ্রেসের মধ্যে ও ছড়িয়ে পড়ে,আর এই ইস্যু কে সামনে রেখে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে একমাত্র কাঠিগড়ার ভূমি পুত্র হিসেবে সন্দীপ দাস জনসংযোগের নিরীখে এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন বলে আভাস মিলছে। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সমাজ সেবি ও একনিষ্ঠ কংগ্রেস কর্মী হিসেবে কাঠিগড়া কংগ্রেসের মধ্যে স্থান পেয়েছেন বলে কংগ্রেসের অন্দরমহলের খবর চাউর হয়েছে।

এখানে উল্লেখ্য যে স্থানীয় কংগ্রেস দলের জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসি দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলক দাস, সাইকুল ইসলাম বড় ভূঁইয়া, দীপন রায় সহ অন্যান্য পোড় খাওয়া কংগ্রেস নেতারা সন্দীপ দাসের জনসংযোগ কর্মসূচির আগেভাগেই রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা এই প্রতিবেদককে জানান। তাদের অভিমত স্থানীয় প্রার্থী হিসেবে সন্দীপ দাস কে হাইকমান্ড যদি টিকিট প্রদান করে তাহলে আগামী নির্বাচনে কংগ্রেস দলের জয় অনিবার্য, অবশ্যই এসব সময়ে বলবে কারন বড়ই স্পর্শ কাতর সমষ্টি এই বিধান সভা এলাকা, বিগত নির্বাচনে টের পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!