হাজার তিনেক ভক্তের সমাবেশে দীপু দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করা হলো বাবুর বাজারে
দীপু দাসের বিদেহী আত্মার শান্তি কামনা

নিজস্ব প্রতিনিধি ২৪ শে ডিসেম্বর শিলচর —– বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় সংঘটিত দীপু চন্দ্র দাসের বর্বোরোচিত হত্যা কাণ্ডের পর গোটা বিশ্বে জোরালো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে উল্লেখ্য যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ দের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথা শুধু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারীদের সম্ভ্রমহানি হচ্ছে,আর এসব হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল জেলায় যেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কট্টর মৌলবাদী শক্তিতে বিশ্বাসী। তারা হিন্দু শূন্য বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম করতে ধর্ম অবমাননার নামে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে আসছে দীর্ঘদিন ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে, পূর্বে অবশ্যই এতটা হিংস্র ছিলোনা, কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসতেই সরকারের প্রচ্ছন্ন মদতে ও প্রশ্রয়ে নির্বিচারে শুধু সনাতনী হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে নিত্যনতুন কৌশল অবলম্বন করে নবী ও কোরান কে সামনে এনে অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেখানে পুলিশ পাবলিক সরকার সবাই মৌলবাদে বিশ্বাসী সেখানে বিচার করবে কে। সেদিনের ঘটনা সংঘটিত হতো না যদি পুলিশ দীপু দাস কে উত্তেজিত জনতার হাতে তুলে না দিতো।
সুত্র মতে জানা গেছে দীপু চন্দ্র দাস একজন টেক্সটাইল কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করতেন, সম্প্রতি তার পদোন্নতি হয়েছে,আর এটাই তার কাল হলো, সহকর্মীদের এই পদোন্নতি হজম হয়নি, তারা পরিকল্পিতভাবে সেই একই স্টাইলে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস কে অভিযুক্ত করে প্রচার শুরু করে,আর ধর্ম নড়ে গেছে, নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে শুনে শান্তির দেবদূত রা একযোগে বেরিয়ে পড়ে তাকে বেধড়ক পিটুনি দিয়ে ক্ষান্ত হয়নি তাকে গাছে ঝুলিয়ে পেট্রল ঢেলে উল্লাস করে জ্বালিয়ে দেয়। এই আদিম, বর্বোরোচিত হত্যাকাণ্ডে সমগ্র বিশ্বের সনাতনী হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে দাগ কেটেছে, গড়ে উঠছে প্রতিবাদ সমাবেশ। পার্শ্ববর্তী ভারতে দীপু দাসের হৃদয়বিদারক দৃশ্য দেখে ভারতের সনাতনী হিন্দু সম্প্রদায় ক্ষোভে ফুঁসছে,সভা সমাবেশ করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। কি শহর কি গ্রাম সর্বত্র প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এর সাথে সঙ্গতি রেখে বরাক উপত্যকার তিন জেলায় জোরদার প্রতিবাদ সমাবেশ পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে দীপু দাসের হৃদয়বিদারক ঘটনা সনাতনী দের ধর্মীয় অনুষ্ঠানে চর্চিত হচ্ছে, গতকাল কাঠিগড়া বিধানসভা সমষ্টির ঐতিহ্যবাহী বাবুর বাজার সার্বজনীন কালী মন্দিরের বার্ষিক অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের মহন্ত বিদায় অনুষ্ঠানের শেষ পর্বে হাজার তিনেক ভক্তের সমাবেশে দীপু দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে পাঁচ বার হরিনাম ধ্বনি দেওয়া হয়।




