শীৰ্ষ খবৰ
২ দিনের বরাক সফরে আগামীকাল শিলচরে আসছেন মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,থাকছে বিভিন্ন কার্যসূচি
মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকা সফর

বিশেষ প্রতিবেদন ৫ ই ডিসেম্বর শিলচর —— ২ দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আগামীকাল শিলচরে পৌঁছবেন আসামের জনপ্রিয় মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে পৌঁছেই তিনি সোজা চলে যাবেন হাইলা কান্দি জেলায়, সেখানে গিয়ে মূখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবেন। হাইলা কান্দি মেলার মাঠে সকাল ১১-১৫ মিনিটে নির্ধারিত অনুষ্ঠান শুরু হবে । সেখান থেকে মাননীয় মূখ্যমন্ত্রী ধলাই বিধান সভার বড় জা লেঙ্গা খেলার মাঠে আয়োজিত মূখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবেন। রাত্রি যাপন শিলচরে করে পরদিন ৭ ই ডিসেম্বর সকাল ১০-৩০ মিনিটে বহু প্রত্যাশিত মধুরা সেতুর শিলান্যাস করবেন, তারপর উদার বন্ধ D.N.H.S খেলার মাঠে ১১-৩০ মিনিটে আয়োজিত মূখ্যমন্ত্রী মহিলা উদ্যমতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবেন। এরপর সম্ভবত গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এখানে উল্লেখ্য যে ৬ তারিখে শিলচরে অবস্থান করে আরও বেশ কিছু কর্মসূচি তে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। তথ্য ও জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।




