নিজস্ব প্রতিবেদক গৌহাটি ৪ ঠা ডিসেম্বর শিলচর —— রাজ্যের মোট ৪৩ লাখ প্রধানমন্ত্রী আবাস গৃহের তালিকা বাতিল করা হয়েছে। এখানে উল্লেখ্য যে জীবিকা সখী গণ অসৎ উপায় অবলম্বন করে প্রকৃত গৃহহীন মানুষের বাড়ীতে না গিয়ে এক জায়গায় বসে স্থানীয় একাংশ মানুষের বুঝাবুঝির মাধ্যমে কারো বার গরু ঘর কারো বার শৌচাগারের ছবি আপলোড করে তালিকা প্রস্তুত করেন। রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকায় এভাবে তালিকা প্রস্তুত করে বিভাগীয় কতৃপক্ষের কাছে জমা পড়ে।এ নিয়ে সর্বত্র প্রকৃত গৃহহীন মানুষ প্রতিবাদী কণ্ঠে জীবিকা সখী দের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তাদের অভিমত ব্যক্ত করেন। অবশেষে মূখ্যমন্ত্রীর নজরে এ ধরণের অভিযোগ দায়ের করা হয়। যারফলে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় অভিযোগের সত্যতা নিশ্চিত করে মাননীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের কাছে রিপোর্ট তুলে ধরা হয়, মাননীয় মন্ত্রী জীবিকা সখী দের দেওয়া মোট ৪৩ লাখ হিতাধিকারির নামের তালিকা তৎক্ষণাৎ বাতিল করে দেন।
মাননীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এক আদেশ জারি করে বলেন যে গাঁও সভা অনুষ্ঠিত করে প্রকৃত গৃহহীন মানুষের নাম পঞ্চায়েত সভাপতি ও সচিব নূতন করে নামের তালিকা প্রস্তুত করে সেই তালিকায় সভাপতি ও সচিব স্বাক্ষর করতে হবে এরপর পঞ্চায়েত বিভাগের কাছে পাঠাতে হবে, নূতন তালিকায় নাম থাকা প্রত্যেকটি মানুষের বাড়ীতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কর্মকর্তারা গিয়ে ভেরিফিকেশন করবেন এরপর তাদের নামে অর্থ বরাদ্দ করা হবে।এই আদেশে সরকার কড়া বার্তা দিয়ে বলেছে অনিয়ম হলে সভাপতি ও সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে তাতে সচিবের চাকরি যাওয়ার সাথে কারাগারে ও পাঠানো হবে। পঞ্চায়েত মন্ত্রীর এই সিদ্ধান্ত কে গৃহহীন মানুষ স্বাগত জানিয়েছেন বলে সূত্রে খবর পাওয়া গেছে।
Back to top button
error: Content is protected !!