ৰাজনীতি
2026 এর নির্বাচনে কাঠিগড়া থেকে বিজেপি দলের হয়ে লড়তে ম্যারাথন বৈঠক করছেন অনীতা চৌধুরী
নির্বাচনি জনসংযোগ

নিজস্ব সংবাদদাতা কাঠিগড়া 1 লা ডিসেম্বর — ছাব্বিশের বিধান সভা নির্বাচনের এখনও মাস ছয়েক বাকি তথাপি রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশী গণ বসে নেই,সবাই নিজের জনসংযোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।কাঠিগড়া বিধানসভা সমষ্টিতে বছর চারেক ধরেই উত্তর করিমগঞ্জ বিধান সভার বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ কাঠিগড়ায় ঘাঁটি গেড়ে বিজেপি দলের হয়ে নির্বাচনে অবতীর্ণ হতে কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যেই অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করেছেন যা কিনা একজন নির্বাচিত বিধায়ক হয়ে খলিল উদ্দিন সাহেব তা পারেননি বলে বিভিন্ন আড্ডায় আলোচিত হচ্ছে। যদিও স্থানীয় প্রার্থী হিসেবে বিজেপি দলের টিকিটের দাবিদার হিসেবে অমর জৈন,নিত্য গোপাল দাস বিপ্লব কান্তি পাল ও অঞ্জন করের নাম ও চাউর হয়েছে।সবাই নিজ নিজ স্টাইলে জনসংযোগ শুরু করেছেন সময়ে বুঝা যাবে কার ভাগ্যে শিখে ছিঁড়বে।
এদিকে অতি সম্প্রতি কাঠিগড়া বিধান সভা সমষ্টিতে বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের তালিকায় নাম সংযোজন করলেন বিজেপি কৃষক মোর্চার কাছাড় জেলা কমিটির এক নেত্রী অনীতা চৌধুরী, তিনি গত সপ্তাহেই কাঠিগড়া বিধান সভার বেশ কিছু স্থানে পরিচিত হতে বিজেপি দলের মণ্ডল কমিটির কর্মকর্তা দের পারে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং দুই একটি অনুষ্ঠানে ও উপস্থিত হয়েছেন, তার হঠাৎ করে কাঠিগড়ায় দৌড়ঝাঁপ অন্যান্য প্রত্যাশী দের হজম হচ্ছে না বলে আভাস পাওয়া গেছে। এদিকে আরেকটি সূত্র জানায় আমাদের কাঠিগড়ায় কি বিজেপি দলের হয়ে নির্বাচনে লড়তে মহিলাদের কমতি আছে কি, অনেকেই এই প্রতিবেদককে জানিয়েছেন নবনীতা দাস,লাভলি চক্রবর্তী ও রত্না দাসের মতো কর্মী থাকতে অনীতা চৌধুরী কে মাঠে নামিয়ে দল কি বার্তা প্রদান করলো তা রহস্যময়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হঠাৎ করে এই নেত্রীর কাঠিগড়ায় পদার্পণ আগামী দিনে টিকিট প্রত্যাশীদের ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বন কি?



