নিজস্ব প্রতিনিধি কাঠিগড়া 29 শে নভেম্বর —– 2026 এর বিধান সভা নির্বাচনে কাঠিগড়া বিধানসভা সমষ্টিতে মহিলা প্রার্থীর জোরদার দাবি উঠেছে। চর্চায় জামিলার বেগমের নাম শীর্ষে, এখানে উল্লেখ্য যে সুপরিচিত সমাজ সেবি জামিলা বেগম সেই 1992 ইংরেজিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে অবতীর্ণ হন। একদিকে কাঠিগড়া মহিলা সুরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রীর সুবাদে এবং জাতীয় কংগ্রেসের এক নিষ্ঠ সৈনিক হিসেবে ঐ বছরই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন এবং কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়ে সমগ্র কাঠিগড়া বিধান সভা সমষ্টিতে সুপরিচিত হন। তাঁর এই পরচিতি ও কর্মকাণ্ডে সাধারণ মানুষ তাঁর উপর আস্থা রেখে পুনরায় 2002 ইংরেজিতে তাকে আবার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত করেন এলাকার মানুষ তিনি আবার ও কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়ে সামর্থ্য অনুযায়ী সমাজ সেবা করতে থাকেন। এদিকে কালাইন সমবায় সমিতির সদস্য নির্বাচিত হয়ে তিনি যাদের রেশন কার্ড ছিলোনা তাদের কে সহায়তা করেন।
সুত্র জানায় যে রাজনৈতিক দলের হাত ধরে তিনি রাজনীতির ময়দানে নেমেছিলেন আজ সেই দলের কাছে তিনি ব্রাত্য হয়ে গেছেন। কিন্তু সমাজের কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করছেন আজ অবধি, সাহসী ও প্রতিবাদী কণ্ঠের নারী হিসেবে জামিলা কে পথে নামতে হয়। সম্প্রতি শিলচর কালাইন সড়কের দূরাবস্থার জন্য তাকে রাস্তা অবরোধের নেতৃত্ব দিতে দেখা গেছে, তাঁর এই প্রতিবাদী কণ্ঠের আওয়াজের ফলে বিভাগীয় কতৃপক্ষের টনক নড়ে ফলে আজকের এই শিলচর কালাইন সড়কের চিত্র পাল্টে গিয়েছে,এই অবরোধ কর্মসূচিই জামিলা বেগম কে আগামী বিধানসভা নির্বাচনে অংশ করতে উদ্বুদ্ধ করেছে বলে এই প্রতিবেদককে খুলাখুলি জানান রহিম উদ্দিন বড় ভূঁইয়া, শুক্লা দাস, প্রবীর দাস,ভূতেশ্বর ঘাটোয়ার, শঙ্কর কুর্মি , আব্দুল ছামাদ, এবং লোকমান গণি প্রমুখ। তাদের অভিমত যে হেতু কংগ্রেস দলের নেতারা এই সাহসী ও সুবক্তা কর্মী কে ব্রাত্য করে রেখেছে তাই আগামী বিধানসভা নির্বাচনে কাঠিগড়ায় নির্দলীয় প্রার্থী হিসেবে জামিলা বেগম যে অবতীর্ণ হবেন তা নিশ্চিত,সেই উদ্দেশ্যে সমগ্র কাঠিগড়া বিধানসভা সমষ্টিতে ঘরোয়া আলাপ আলোচনা শুরু হয়েছে প্রাথমিক ভাবে, আগামী দিনে জনসমর্থন আদায়ের জন্য এই নেত্রী প্রকাশ্যেই ঘরোয়া সভা করবেন। এখন পর্যন্ত তাঁর অনুগামীদের আশা নির্বাচনে অবতীর্ণ হলে কাঠিগড়া বিধানসভা নির্বাচনের চিত্র পাল্টে যাবে।