নিজস্ব প্রতিনিধি উদার বন্ধ 28 শে নভেম্বর — আসাম বিধানসভা নির্বাচনের এখনও মাস ছয়েক বাকি তথাপি উদার বন্ধ সমষ্টির গ্রাম বাগান এলাকায় প্রতিটি রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই আসনে বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজ সেবি মৃদুল মজুমদার যে ভাবে জনসংযোগ রক্ষার্থে কি গ্রাম কি বাগান প্রতিটি প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তা চোখে পড়ার মতো।
এখানে উল্লেখ্য যে উদার বন্ধ বিধানসভা সমষ্টির বাগান ভোটার ও ধর্মীয় সংখ্যালঘুদের ভোটের সংখ্যা বেশী থাকার এই দুই সম্প্রদায়ের ভোটার দের উপর প্রতিটি রাজনৈতিক দলের শ্যান চক্ষু পড়েছে। সমাজ সেবি তথা বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল মজুমদার প্রথমেই বাগান এলাকায় ব্যাপক জনসমর্থন আদায়ের জন্য ঘরোয়া সভা এবং ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে যায়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে বিজেপি দল এই আসনে নূতন মুখ দিয়ে নির্বাচন খেলতে চায় সেই সুবাদে পরিস্কার ভাবমূর্তির প্রার্থী হিসেবে তিনি যে বিবেচিত হবেন তা পাকা হয়ে গেছে। অবশ্য সময়ে কথা বলবে কার ভাগ্যে জুটবে বিজেপি দলের টিকিট।
Back to top button
error: Content is protected !!