শীৰ্ষ খবৰ

উদ্বোধনের অপেক্ষায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম জন্ম জন্মোৎসব সমারোহ স্থলী সোনাপুর খেলার মাঠ

প্রস্তুতি পর্ব চূড়ান্ত, আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম জন্মোৎসব

বিশেষ প্রতিনিধি ১৭ ই জানুয়ারি শিলচর — বহু প্রত্যাশিত, অভিলাষী ও ইষ্ট প্রাণ ভাই বোনদের আবেগ বিজড়িত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮ তম জন্মোৎসব উপলক্ষে মফস্বলে এই ধরনের বিশাল বাজেটের আঞ্চলিক উৎসব এটাই মনে হচ্ছে প্রথম।  যৌথভাবে ভাবে সৎসঙ্গ বিহার – বিহাড়া, সৎসঙ্গ বিহার -সোনাপুর , সৎসঙ্গ বিহার – ধলছড়া  এই আঞ্চলিক উৎসবের আয়োজন করেছে। মিলছে অভূতপূর্ব সাড়া দফায় দফায় বৈঠক করছেন আয়োজক কমিটির সদস্য গণ। কোনো কিছুতেই যেন খামতি না থাকে তার জন্য দিবারাত্রি আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠান স্থলীতে আসছেন।  আগামীকাল ১৮ ই জানুয়ারি সোনাপুর পল্লী উন্নয়ন সমিতির খেলার মাঠে নির্মিত ঠাকুরের মন্দিরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, অন্যান্য আনুষঙ্গিক মঞ্চ গুলি ও শেষ হতে চলেছে। এখানে উল্লেখ্য যে আজ ভোরের আলো ফুটতেই মন্দিরের অপরূপ দৃষ্টি নন্দন ছবি পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।  এই উৎসব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হবে। আগামীকালের এই মহতী উৎসব সনাতনী দের যে এক মিলন ভূমিতে পরিণত যে হবে তা বলার অপেক্ষা রাখে না।বরাক উপত্যকার তিন জেলা সহ ত্রিপুরা রাজ্যের ও অসংখ্য ভক্তের সমাবেশ যে হবে তার আভাস পাওয়া গেছে।  এই জনসমাগম কে আনন্দ ময় করে তুলতে সবার সাহায্য কামনা করছেন আয়োজক কমিটির সদস্যরা। জল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!