ৰাজনীতি
বড়খলায় বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে নূতন সংযোজন -তন্ময় পুরকায়স্থ
বড়খলায় বিজেপি দলের টিকিট প্রত্যাশী তন্ময় পুরকায়স্থ

বিশেষ রাজনৈতিক প্রতিবেদন ৫ ই জানুয়ারি শিলচর —- ২০২৬ ইংরেজির বিধান সভা নির্বাচন বিজেপি দলের কাছে এক চ্যালেঞ্জ হিসেবে পরিনত হবে এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই হিসেবে দল যে প্রার্থী চয়ন করবে তার গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের কাছে কতটুকু জনপ্রিয়তা আছে সেই নিরিখে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে এমনটা আভাস পাওয়া গেছে। বিশেষ করে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টিতে নূতন মুখ যে দেখা যাবে তা অনুমেয় হচ্ছে। এদিকে বড়খলা বিধান সভা সমষ্টিতে দীর্ঘ দিন ধরে বিজেপি দলের টিকিট প্রত্যাশী হিসেবে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ,২০২১ এর বিধান সভা নির্বাচনের বিজেপি দলের পরাজিত প্রার্থী অমলেন্দু দাস, অমিতাভ রাই এর নাম শোনা গেলেও এবার হঠাৎ করে আইনজীবী তন্ময় পুরকায়স্থ ঘটা করে টিকিট প্রত্যাশী হিসেবে ইতিমধ্যেই কাছাড় জেলা বিজেপি সভাপতির কাছে দাবি জানিয়েছেন। এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে জানিয়েছেন তিনি একদিকে শিলচরের একজন প্রতিষ্ঠিত আইনজীবী, আইনের ফাক ফোকর তিনি ভালো বুঝেন, এছাড়াও দীর্ঘ বছর ধরে তিনি সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে সমাদৃত, গোটা বড়খলা বিধান সভা সমষ্টিতে সুপরিচিত এবং কোথায় কি ধরণের সমস্যায় জর্জরিত আছেন সাধারণ মানুষ তাঁর নখদর্পণে আছে, তিনি আরও বলেন আমি সংঘ ঘরানার সন্তান আমার প্রয়াত পিতা সংঘের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন সেই সুবিধার ফায়দা হাসিল করতে পারবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো ও বলেন বড়খলা বিধান সভা সমষ্টির প্রত্যন্ত অঞ্চলে মোদি সরকারের উন্নয়নমূলক কাজের ছোঁয়া লাগেনি,দল যদি তাকে টিকিট প্রদান করে এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে উন্নয়ন হবে তার একমাত্র লক্ষ্য। তিনি জানান বড়খলা বিধান সভা সমষ্টির আনাচে কানাচে ইতিমধ্যে জনসংযোগ শুরু করেছেন মিলছে ব্যাপক জনসমর্থন,দল যদি প্রার্থী বাছাইয়ের মানদন্ড মেনে টিকিট বন্টন করে তাহলে তিনি হবেন একমাত্র প্রত্যাশী। অন্য এক সুত্রে জানা গেছে বড়খলা বিধান সভা সমষ্টির প্রাক্তন বিজেপি দলের কর্মীরা তন্ময় পুরকায়স্থ মহাশয়ের এই দাবি কে যথার্থ মূল্যায়ন করেছেন। আজ যখন তিনি জনসংযোগ সেরে ফিরছেন তখন এই প্রতিবেদককে তার দাবি জানোনোর যৌক্তিকতা তুলে ধরেছেন।




