Uncategorizedশীৰ্ষ খবৰ
ডিজিপির প্রশংসনীয় রৌপ্য পদক ২০২৫ এ ভূষিত হলেন ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন কাছাড়ের ৮জন আরক্ষী
ডিজিপির প্রশংসনীয় রৌপ্য পদক

বিশেষ প্রতিবেদন ৪ঠা জানুয়ারি শিলচর — আসাম পুলিশের অধীনস্থ সশস্ত্র বাহিনী ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন প্রসাশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে দিবারাত্রি তাদের কর্তব্য নির্বাহ সুনামের সহিত করে আসছে দীর্ঘ বছর ধরে। তাদের কে সব সময়ই সতর্ক থাকতে দেখা যায়। যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখনই এই বাহিনী কে ডেকে পাঠানো হয়। তারা আসাম পুলিশের অধীনস্থ হয়ে কাজ করে। এই বাহিনীর সদস্যদের সাহস ও উৎসাহিত করতে পুলিশ বিভাগের তরফে বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়ে আসছে দীর্ঘ বছর ধরে, যারফলে এই বাহিনীর সদস্যদের সাহস ও প্রেরণা যোগায় এই সব সন্মাননা।
সম্প্রতি ডিজিপির প্রশংসনীয় রৌপ্য পদকে ভূষিত করা হয়েছে ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন কাছাড়ের ৮জন আরক্ষী কে, তাদের নিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবং কর্তব্যের মানদণ্ডের ভিত্তিতে। তাদের কে সন্মাননা প্রদান করায় ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়ন কাছাড়ের মূখ্য কার্যালয়ে আনন্দের বন্যা বইছে,একে অপরকে অভিনন্দন জানিয়েছেন এক বিশেষ সুত্রে জানা গেছে।




