নিজস্ব প্রতিনিধি শিলচর ২০ শে ডিসেম্বর —– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বহু অভিলাষী স্বাবলম্বী হওয়ার যোজনা প্রধানমন্ত্রী বিশ্ব কর্মা যোজনা ।এই যোজনার মাধ্যমে সমগ্র ভারতের শহর গ্রামের ক্ষুদ্র কারিগর গণ এই যোজনার মাধ্যমে উপকৃত হচ্ছেন। বর্তমান কেন্দ্রীয় সরকার এই যোজনার মাধ্যমে সহজে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করার সুবিধা প্রদান করায় ক্ষুদ্র ক্ষুদ্র কারিগর গন সহজে ঋণ নিয়ে আজ জীবিকা নির্বাহ করছেন। এইসব কারিগর দের উৎপাদিত সামগ্রী বিশ্ব বাজারে বাজারজাতকরণ করার উদ্দেশ্যে এবং তাদের কে উৎসাহিত করতে স্থানে স্থানে প্রদর্শনী ও বাণিজ্য মেলার আয়োজন করে আসছে MSME বিভাগ। বরাক উপত্যকার ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ বিভাগের উদ্যোগে আগামী ২২ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর দুই দিবসীয় প্রধানমন্ত্রী বিশ্ব কর্মা যোজনার প্রদর্শনী ও বাণিজ্য মেলা শিলচরের তপোবন নগর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনের মাঠে অনুষ্ঠিত হবে। MSME শিলচর শাখার তরফে প্রত্যেক জনসাধারণের উপস্থিতি কামনা করা হচ্ছে।জনসাধারণের উপস্থিতি ক্ষুদ্র ক্ষুদ্র কারিগর দের উৎসাহিত করবে বলে বিভাগ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।