ৰাজনীতি
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর মন্তব্য কংগ্রেসের কাল হলো – এমনটাই মনে হচ্ছে
দিগ্বিজয় সিং এর মন্তব্য

বিশেষ রাজনৈতিক প্রতিবেদন ২৫ শে ডিসেম্বর শিলচর — সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় সংঘটিত এযাবৎ কালের নিষ্ঠুরতম হিন্দু নর সংহারের ক্ষোভে যখন ফূসছে সমগ্র ভারত সহ গোটা বিশ্ব সেই সময় হঠাৎ প্রয়াত ইন্দিরা গান্ধীর নাতনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় সংঘটিত নিষ্ঠুরতম ঘটনার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাঁর এই প্রস্তাবে সম্যক হলে ও দলের নিরপেক্ষতার এক প্রতিচ্ছায়া প্রকাশ পেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন, তাদের অভিমত একদা এই শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের এক প্রবাদ ছিলো এই দল আলী ও কুলির দল,আর যতদিন আলী ও কুলির সমর্থন থাকবে ততদিনই কংগ্রেস দলের অস্তিত্ব টিকিয়ে থাকবে।আর ছিলো বলেই পঁচাত্তর বছর এক নাগাড়ে কংগ্রেস দলের সরকার ছিলো ভারতে। কালের পরিক্রমায় যে দুই সম্প্রদায়ের ভোট দলের ভিত্তি ছিলো তা বিভক্ত হয়ে গেছে, এখন শুধুই আলীর সমর্থন রয়েছে ,আর এটাই সত্যি, ফলস্বরূপ সমগ্র ভারতে কংগ্রেস দলের একমাত্র ভরসা মুসলিম ভোটার,আর ২০ শতাংশ হিন্দু ভোটার যে নেই তা বললে সত্যের অপলাপ হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে এখন ও যদি নিরপেক্ষ মানসিকতা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দলের হাল ধরেন তাহলে কংগ্রেস দল স্বমহিমায় ফিরবে বলে বিশিষ্ট বুদ্ধিজীবী গন মত প্রকাশ করেছেন,তারা আরও বলেন সেই পুরনো অশীতিপর বৃদ্ধ কংগ্রেস নেতা গন দলের ভালো চাইছেন না, তাঁরা ভুলে গেছেন আগের ভারত নেই ,বদলে গেছে, বদলে গেছে ভারতীয় দের চিন্তা ধারা ও তথ্য প্রযুক্তির যুগে মানুষের ভালো মন্দ বুঝতে বিলম্ব হয় না।
যাই হউক সম্প্রতি বাংলাদেশের নিষ্ঠুরতম হত্যা প্রসঙ্গ টেনে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং যে মন্তব্য করেছেন তা দলের পক্ষে কতটুকু যে হানিকর হয়েছে তা আগামী দিনে প্রকাশ পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর এই মুহূর্তে এই ধরনের বাংলাদেশ প্রেম মোটেই খাপ খায়নি, বরং দায়সারা নিন্দা করে বিরত থাকলে দলের ভালো হতো, কিন্তু তা না করে বিনাশ কালে বিপরীত বুদ্ধি জেগেছে। ২০২৬ এর নির্বাচনে তাঁর এই মন্তব্য কে বিজেপি দল হাতিয়ার করে হিন্দু সম্প্রদায়ের কাছে তুলে ধরে ভোট চাইবে তা আর বলার অপেক্ষা রাখে না।



