ৰাজনীতি
উদার বন্ধ সমষ্টিতে শেষ মেশ কার ভাগ্যে জুটবে বিজেপি দলের টিকিট — জোরদার চর্চায় চর্চিত তিন প্রার্থীর নাম
উদার বন্ধ সমষ্টিতে কে পাবেন বিজেপি দলের টিকিট

উদার বন্ধ থেকে ইউসুফ আলীর প্রতিবেদন ৪ ঠা ডিসেম্বর শিলচর —– বিধান সভা নির্বাচনের রণ ডঙ্কা বাজতেই না বাজতে গোটা বিধানসভা সমষ্টিতে চলছে ঘরোয়া সভা, জনসংযোগ,ও জনসমর্থন আদায়ের বিভিন্ন কৌশল। আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি দলের টিকিট প্রত্যাশী গণ। এখন পর্যন্ত দশ বারো জন টিকিট প্রত্যাশী রয়েছেন বলে জানা গেছে, তার মধ্যে অন্যতম বর্তমান বিজেপি দলের বিধায়ক মিহির কান্তি সোম, সংঘ পরিবারের সাথে ঘনিষ্ঠ এবং উদার বন্ধ মণ্ডল কমিটির দুই বারের মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী এবং বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজ সেবি মৃদুল মজুমদার।সবাই নিজ স্টাইলে জনসংযোগ শুরু করেছেন। বর্তমান বিধায়ক মিহির কান্তি সোম অন্তিম মুহূর্তে জনসমর্থন ও দলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে শিলান্যাসে মেতে উঠেছেন বলে আভাস পাওয়া গেছে, তথাপি একাংশ বিজেপি কর্মীর ক্ষোভের মুখে যে আছেন তা প্রকাশ্যেই ঠার পাওয়া যাচ্ছে। আর এই সুযোগটাই হাত ছাড়া করতে রাজি নন প্রাক্তন মণ্ডল সভাপতি তথা সংঘ ঘরানার একনিষ্ঠ ভক্ত নবারুণ চক্রবর্তী, তিনি অতি সন্তর্পনে দলীয় কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, এদিকে দলের বিভিন্ন সভা সমাবেশে দেখা যাচ্ছে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজ সেবি মৃদুল মজুমদার ও উদার বন্ধ সমষ্টির আনাচে কানাচে জনসংযোগ নিয়ে ব্যস্ত, দলীয় সভা সমিতিতে তার উপস্থিতি চোখে পড়ার মতো। মিলছে আশ্বাস ও জনসমর্থন।




